আহসান আলম, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে হতদরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টার দিকে উপজেলার গোকুলখালী বাজারে ডা. আফসার উদ্দীন কলেজ প্রাঙ্গণে ‘গ্লোবাল ওয়ান বাংলাদেশ’ এর সহযোগিতায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে নারী, শিশু, এতিম, বৃদ্ধ, প্রতিবন্ধী, বিধবা ও গর্ভবতী পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় শীতবস্ত্র প্যাকেজ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক বলেন- শীতকাল গরীব অসহায় মানুষের জন্য দূর্ভোগ বয়ে নিয়ে আসে। শীতার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি মানবতা বোধ সম্পন্ন মানুষের কর্তব্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘গ্লোবাল ওয়ান বাংলাদেশ’ অসহায় দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করেছে। শীতার্ত মানুষের শীত লাঘব ও তাদের সহযোগিতায় দেশব্যাপী অন্যান্য জেলার মতো চুয়াডাঙ্গাতে ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও শীতার্ত মানুষের সহযোগিতার জন্য তিনি সমাজের ধনী ও বৃত্তশালীদেরকে এগিয়ে আসার জন্য উদার্থ আহ্বান জানান। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রাগ্রাম ম্যানেজার ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার (বিপিএম সেবা) খন্দকার গোলাম মওলা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম, ডা: আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম সেলিম, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এন্ড হেড অব প্রোগ্রাম, গ্লোবাল ওয়ান বাংলাদেশ রমজান আলী প্রমুখ। আলোচনা শেষে গ্লোবাল ওয়ান বাংলাদেশের সহযোগিতায় দুইশত পরিবারের মাঝে শীতবস্ত্র প্যাকেজ হিসেবে কম্বল-১টি, বড়দের সুয়েটার-১টি, ছোটদের হুডি সুয়েটার-২টি, নারীদের শাল-১টি, হট ওয়াটার ব্যাগ-১টি, পেট্রোলিয়াম জেলি (৫০গ্রাম)-২টি, গ্লিসারিন (১২০গ্রাম)-১টি, বহনযোগ্য চুলা-১টি করে প্যাকেজ বিতরণ করা হয়।