নিজস্ব প্রতিবেদক
চীনের শিপইয়ার্ড থেকে দুটি নতুন জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ বুধবারে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেয়। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ শিপিং করপোরেশন হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করবে। চুক্তির আওতায় করপোরেশনটি চীনে নির্মিত দুটি নতুন জাহাজ কিনবে। জাহাজ দুটি কেনার জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাত কোটি ৬৬ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ বিএসসি নিজস্ব তহবিল থেকে পরিশোধ করবে।
চীন থেকে দুটি জাহাজ কিনবে বিএসসি
