ePaper

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার সাথে বাংলাদেশ আম জনগণপার্টির সাক্ষাৎ

জারিফ হোসেন,চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার সাথে বাংলাদেশ আম জনগণপার্টি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা সাক্ষাত করেন। গতকাল রোববার দুপুরে জেলা নির্বাচন অফিসে দলটির জেলা আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পর দলের নেতৃবৃন্দ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিমের সাথে সাক্ষাত করেন। পরে দলটির জেলা আহ্বায়ক রবিউল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, দলটির জেলা শাখার পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে। নির্বাচন কমিশনার কাগজপত্রগুলো যাচাই-বাছাই করে দলটিকে সহযোগিতা করবেন। নতুন রাজনৈতিক দল, নতুন ধারার রাজনীতি নিয়ে এ বাংলাদেশে রাজনীতির করার স্বপ্ন দেখছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। নানান সময়ে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে জনগণের প্রতিফলন ঘটাতে পারে নাই। তাই বাংলাদেশ আম জনগণপার্টি এক নতুন ধারার নতুন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছে। সাধারণ জনগনের যে আকাংখা, তার প্রতিফলন ঘটাবে এ দলটি। এসময় উপস্থিত ছিলেন, দলটির জেরা সদস্য সচিব জহুরুল ইসলাম, সদস্য আব্দুর রউফ, কাইউম হোসেন, সাফিউল ইসলাম (সেলিম), এ এইচ এম খালেদ ইবনে শামস, শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম, নাসিরুল ইসলাম, সামিরুল ইসলাম, এরশাদ আলী, আলাউদ্দিন. প্রবির কুমার, জাকির হোসেন, আব্দুল কাদের, আহসান আলীসহ অন্যন্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *