ePaper

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের হেরোইনসহ শীর্ষ মাদক কারবারী গ্রেফতার

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারী এবরান আলীকে (৫৫) গ্রেফতার করেছে র?্যাব-৫। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা। র?্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে র?্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউপির মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান পরিচালনা করে। আজ ১৭ জানুয়ারি (শনিবার) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় নিজ বসতবাড়ী থেকে এবরান আলীকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩.১ কেজি বাদামী রঙের হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত এবরান আলী (৫৫) চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ১২নং চরবাগডাঙ্গা ইউপির ৩নং ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে। র‌্যাবের দাবি, তিনি ওই এলাকার একজন চিহ্নিত মাদক কারবারী এবং দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের ব্যবসার সাথে জড়িত। র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে র?্যাবের নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *