ePaper

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্য সেবা আরও শক্তিশালী ও টেকসই করার ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক মো. আকবর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা সভাপতি নিয়ামত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আলম, শিবগঞ্জ উপজেলা সভাপতি রাকিব রায়হান, স্বাস্থ্য সহকারী নূর নাহার শাপলা, ভোলাহাট উপজেলা সভাপতি আহসান হাবিব, নাচোল উপজেলা সভাপতি রবিউর ইসলাম, স্বাস্থ্য সহকারী কানিজ ফাতেমা প্রমুখ। ৩ ঘন্টাব্যাপি চলা অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে টেকনিক্যালি স্বাস্থ্য সেবা দিয়ে থাকলেও অন্য টেকনিক্যাল পদধারীদের মতো তাদের পদমর্যাদা দেয়া হয়না। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য সহকারীরা সেবা দিয়ে গেলেও বেতন স্কেলেও তারা বৈষম্যের শিকার। আর তাই নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদ মর্যাদসহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতীর ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণসহ ৬ দফা দাবী আদায়ে জোড় দাবী জানান তারা। অন্যথায় দাবী আদায় না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারী দেয়া হয় অবস্থান কর্মসূচী থেকে। অবস্থান কর্মসূচীতে এ সময় জেলা উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *