আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির দায়ে ষোলশহর ২ নম্বর গেইটস্হ ফিনলে স্কয়ারের ফুড জোনের চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। ১৩ই জানুয়ারী চসিকের এক্সিকিউটিভ মাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা, খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার, বাসী খাবার সংরক্ষণ, পোড়া তৈল বার বার ব্যবহার ও ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ার দায়ে ক্লাউড নাইন ক্যাফে -কে ২০ হাজার টাকা, সিলিস-কে ১৫ হাজার টাকা, গুডস ইট-কে ১০ হাজার টাকা ও চিল আউট- কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের অভিযান ফিনলে স্কয়ারের ফুড জোনের চার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
