ePaper

চলন বিলের অস্তিত্ব সংকটে বেলার আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

পরিবেশ দুষনসহ বিভিন্ন কারনে চলনবিলের অস্তিত্ব সংকট, পুনরুদ্বার ও সংরক্ষনে করনীয় শীর্ষক এক আলোচনা সভা বুধবার অর্ধ দিবস ব্যাপি পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবদি সমিতি বেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। বড়াল নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক এস.এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহফুজা সুলতানা, বিষেশ অতিথি ছিলেন, পরিবেশ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক মো. আ. গফুর, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বেলার সমন্বয়কারী তম্ময় স্যানাল। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, পাবনা বিজ্ঞান ও প্রযূক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়াম্যান ড. মো. নাজমুল ইসলাম। প্রবন্ধে বলা হয়, নদী দখল যত্রতত্র ভাবে চলন বিলের ভেতর দিয়ে রাস্তা কালভার্ট নির্মান, অপরিকল্পিত স্লুইচ গেট নির্মান, মৎস্য বিভাগের বাধনির্মান ও কৃষি ক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক ও কীট নাশক ব্যবহারে ঝলজ, বনজ ও প্রানীকুলের ব্যাপক ক্ষতি হচ্ছে। নদী গুলো দখল ও পানি না থাকায় গভীর, অগভীর নলকুপের ব্যাবহার বৃদ্ধি পাওয়ায় পানির স্তর অস্বাভাবিক ভাবে নেমে যাচ্ছে। চলন বিলের জলাশয় লীজ দেবার ফলে মৎস্য প্রজনন আশংকা জনক হারে কমে যাওয়ায় মিঠা পানীর মাছের অভাব দেখা দিয়েছে। এ থেকে সর্বস্তরের সহায়তায় বেড়িয়ে আসতে হবে। বিল রক্ষায় সরকার ও জন প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সাংবাদিক, এনজিও কর্মি, জেলে, ছাত্র-শিক্ষক সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন পেশাজীবির মানুষ আলোচনায় অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *