চট্টগ্রাম ব্যুরো
জঙ্গল ছলিমপুরে এবার র্যাব সদস্যকে হত্যা, নেপথ্যে সেই সন্ত্রাসীরা ১৯ই জানুয়ারী চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে এবার সন্ত্রাসীদের গুলিতে র্যাবের ডিএডি (উপ-সহকারী পরিচালক) আব্দুল মোতালেবকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক সোর্সসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সম্মিলিত সামরিক অভিযানের সময় সন্ত্রাসীরা প্রথমে নায়েব সুবেদার আব্দুল মেতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নেয়। তারপর তাকে লক্ষ্য করে পায়ে গুলি করা হয়। মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় সন্ত্রাসীরা। লাঠি, রড, কাঠ-যা পেয়েছে তাই দিয়ে তাঁকে পিটিয়েছে নির্মমভাবে, যতক্ষণ না তিনি নিস্তেজ হয়ে পড়েন। সহকর্মীদের চোখের সামনে এমন মৃত্যু -চট্টগ্রামের সাম্প্রতিক সময়ের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা গুলোর মধ্যে একটি। তার সঙ্গে আরো তিন র্যাব সদস্যকে পিটিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে। সুশীল সমাজ জানায়, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নিরাপদ নয়, সেখানে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে কে।
