চট্টগ্রাম ব্যুরো
যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন ও মূল্যায়ন শীর্ষক সংক্রান্ত কর্মশালা গতকাল যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের কার্য্যালয় অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের আট জেলার উপপরিচালক, সহকারী পরিচালক, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর, সিনিয়র প্রশিক্ষক এবং আট জেলার আওতাধীন সকল উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), ডক্টর গাজী মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ এ এ এম মফিজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল বাশার উপ পরিচালক চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পাহাড়তলী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন। দিনব্যাপী প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল যুব উন্নয়ন অধিদপ্তরের চলমান প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ট্রেডের প্রশিক্ষণ গুলো মূল্যায়ন ভবিষ্যতে যুগোপযোগী চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ নির্বাচন করা।