আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী দলের উদ্যোগে ২৬শে মার্চ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী দলের সাবেক সাধারন সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে ও মো. হুমায়ুন কবীর ও ইব্রাহীম খোকনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মাধ্যমে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। স্বাধীনতার এই শুভক্ষণে আমি চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের শ্রমিক কর্মচারী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি এর আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, সরফরাজ কাদের রাসেল ও বন্দর শ্রমিকদলের আনোয়ারুল আজিম রিংকু, মোজাহের হোসেন শওকত, আবুল কালাম, শেখ ছানুয়ার, হুমায়ুন কবির, মো. ফরিদুর রহমান, মিনজাহ আহম্মেদ, মো. সরোয়ার হোসেন, আজিজুল হাকিম, দিদালুল আলম, আকতার হোসেন, মো. এরশাদ, আলামিন, মো. আকতার, এম এ কালাম, মো. রকিব, মনজুরুল পারভেজ সুমন, শফিকুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসান মুরাদ, ৩৬ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি হুমায়ুন কবীর সোহেল, সাবেক সাধানর সম্পাদক আবু সাইদ হারুন, ৩৭নং ওয়ার্ড বিএপির সভাপতি লায়ন মো. ফারুক সাধারন সম্পাদক মো. হাসান ৩৮ নং ওয়ার্ড বিএনপি’ সভাপতি মো. আজম ও সাধারন সম্পাদক জাহিদ ও আরো অন্যান্য নেতৃবৃন্দ।