আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ, ৫টি মোবাইল, ২টি ল্যাপটপ এবং ১৩ কার্র্টুন বিদেশি সিগারেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দিগ্ধ গাড়ী থেকে এসব জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। এ ঘটনায় জড়িত গ্রেপ্তার পাঁচজন হলেন- মো.তৌফিকুর রহমান সোহাগ (৩৭), মো.আকিদুল আলম শান্ত (২২), মো.হাসান মুরাদ (২৪), মো.নাইমুল হক (২০) এবং মো.মনির আহমেদ (৪৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট বসিয়ে সন্দিগ্ধ গাড়ী তল্লাশি করে মালামালগুলো উদ্ধার করা হয়। ওই সময় চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও তাদের স্বীকারোক্তিতে মনির আহমেদকে ১৫ নম্বর ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে বিপুল মালামালসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।