ePaper

চট্টগ্রামে রেলের ৩০ কোটি টাকার জমি উদ্ধার

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম এর নিউ মার্কেট এলাকায় গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের ৪০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে পুরাতন রেলস্টেশন এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এসময় ১২টি দোকান ও ৫টি ঘর গুঁড়িয়ে দেয়া হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে। যা এতদিন অবৈধ দখলদারদের হাতে ছিলো। দোকানঘর নির্মাণ করে বছরের পর বছর বাণিজ্যে লিপ্ত ছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যাবহারের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *