সওকত আলী খান বাদল, চট্টগ্রাম
চট্টগ্রামে কোস্ট গার্ড ও মোট্রোপলিটন পুলিশ-এর সমন্বয়ে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান। ১৫ জুলাই দুপুরে কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, অগ্নি নির্বাপনী, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুরে্যাগ মোকাবিলাসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক ট্র্যাফিক কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালা চলাকালীন ট্র্যাফিক আইন, গাড়ি চালানো, রাস্তা পারাপার ও হর্ন ব্যবহারের নিয়ম, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, যানজটের কারণ ও প্রতিকার, ট্র্যাফিক সংক্রান্ত বিভিন্ন চিহ্ন ও ট্র্যাফিক লাইটের পরিচিতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উক্ত কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক জনগণের জান মাল রক্ষা, বিভিন্ন ধরনের দুরে্যাগ মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।