ePaper

চট্টগ্রামে চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুলের শুনানি ঈদের পর

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম

সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার জামিন প্রশ্নে জারি করা রুল ঈদের পর শুনবেন হাইকোর্ট। ঈদের ছুটির পরে এ রুলের শুনানি হবে। গতকাল চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ শুনানির এ সময় নির্ধারণ করেছেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার‌্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রোববার দুপুরে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার‌্য বলেন, ‘ঈদুল ফিতরের ছুটি শেষ হবে আগামী ১৯ এপ্রিল। ২০ এপ্রিল থেকে কোর্ট খোলা থাকবে। ঈদের পর প্রথম বুধবার এটার শুনানি হতে পারে। গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েক দিন পর গত ৩১ অক্টোবর চিন্ময়সহ ১৮ জনকে আসামি করে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। এর পর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই আদেশ দেন। এ সময় চিন্ময়ের অনুসারীরা তাকে বহনকারী প্রিজনভ্যানটি আটকে দিয়ে কয়েকঘণ্টা টানা বিক্ষোভ করেন। সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরাতে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *