আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ বিপিএম মহোদয়। এসময় তিনি চট্টগ্রাম মহানগর এলাকার সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ ও সিএমপি স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিশনার পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরীক্ষার পূর্বে ও পরে যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্য্যক্রম তদারকি করেন। পরিদর্শনকালে তিনি উপস্থিত সাংবাদিকগণকে পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে অবহিত করেন। তিনি বলেন পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ চলছে। এসময় তিনি সিএমপি কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তির বিষয়ে সাংবাদিকদেরকে অবগত করেন। গণবিজ্ঞপ্তিতে প্রচারিত বিষয়গুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা তা যাচাই করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে মর্মে উল্লেখ করেন। এসময় সেখানে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেনসহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর চট্টগ্রামে ৩০৭টি কলেজ থেকে মোট ১ লক্ষ ২ হাজার ৮৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। মহানগর চট্টগ্রাম জেলায় এইচএসসি পরিক্ষার্থীর সংখ্যা মোট ৭১ হাজার ৫২৩ জন। এর মধ্যে ছাত্র ৩১ হাজার ৮৩৯ জন ছাত্রী ৩৯ হাজার ৬৮৪ জন।