ePaper

চকরিয়া মাতামুহুরি সেতুর থেকে নবজাতক শিশু উদ্ধার!

ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা মাতামুহুরী ব্রীজ এলাকায় তপ্ত রোদে ফেলে রাখা একদিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের নির্দেশনায় এবং চকরিয়া থানার সার্বিক ব্যবস্থাপনায় নবজাতকের মরদেহটি গতকাল বিকেলে নলবিলা ডলমপীর মাজার কবরস্থানে দাফন করা হয়। দাফন কার্যক্রমে তদারকি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, চকরিয়া পৌরসভার একাউন্টিং কর্মকর্তা মো. শফায়েত হোসেন ও উচ্চমান সহকারী আবদুল হামিদ। স্থানীয়দের সহায়তায় শরীয়ত মোতাবেক দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় স্থানীয়দের দাবী— আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নবজাতক ফেলে যাওয়া ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *