ePaper

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতার ইন্তেকাল জানাজায় শোকাহত মানুষের ঢল..

ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ)

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরীর পিতা ও চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ (৮৪) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ২টায় চকরিয়া পৌর কমিউনিটি সেন্টার মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জানাজায় অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য এইচ এম সালাহউদ্দিন মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপুসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *