ফয়সাল আলম সাগর, কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটা উচ্ছেদে যাওয়ার পথে যৌথবাহিনী হামলার শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চকরিয়া থেকে মানিকপুর সড়কের পাহাড়তলী এলাকায় অভিযানকারী দলের ওপর ইটভাটার শ্রমিক ও স্থানীয় জনতা হামলা চালায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে বিজিবি ও পুলিশের ৭ সদস্য আহত হন। হামলাকারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি ও ট্রাকসহ মোট ৬টি সরকারি গাড়ি ভাংচুর করে। পরিবেশ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয় পরিচালিত এই স্পেশাল অভিযানে নেতৃত্ব দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলাম। অভিযানে আরও উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর হাফিজ, সহকারী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, লামা থানা পুলিশের ওসি তোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তারা। ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ইটভাটার ৮ শ্রমিককে গ্রেফতার করেছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
