ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ)
চকরিয়ার সন্তান ও বাংলাদেশ পুলিশের সদস্য মুবিনুল ইসলাম নয়ন চট্টগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর কদমতলী ফলমন্ডি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দামপাড়া পুলিশ লাইনে প্রথম জানাজা সম্পন্ন শেষে মরহুমের লাশ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন—এমন দোয়া করেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
নিহত মুবিনুল ইসলাম নয়ন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর এলাকার মরহুম কালা মিয়া সওদাগরের নাতি এবং নুরুল আমিনের বড় ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
