ePaper

চকরিয়ায় শিশু ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে মাববন্ধন

নুরুল আলম সিকদার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে মৌলভীর কুম এলাকায় শিশু ধর্ষণকারিকে গ্রেপ্তার করার দাবীতে মানববন্ধন করেছে সকল শ্রেনী-পেশার লোকজন। গতকাল বৃহস্পতিবার চকরিয়া পৌরশহরের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এ এম ওমর আলী, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ ও তরুণ রাজনীতিবিদ এহসানুল হক, সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম ইমরুল, ও ধর্ষিতার অভিভাবক ও অসংখ্য স্থানীয় লোকজন। জানাগেছে, চকরিয়া পৌরসভার মৌলভীর কুম এলাকায় ৯ বছরের এক শিশু ধর্ষিত হওয়ায় গত ৩ এপ্রিল থানায় মামলা হয়। মামলা হলেও পুলিশ ধর্ষক সাহাবউদ্দিনকে গ্রেপ্তার করেনি। বরং ধর্ষকের পরিবারের লোকজন উল্টো ধর্ষিতার পরিবারকে হুমকী দেয়। এতে ক্ষোভ বিরাজ করে স্থানীয় লোকজনের মাঝে। ফলে ক্ষব্ধ জনতা ধর্ষককে দ্রত গ্রেপ্তার ও ধর্ষিতার পরিবারকে নিরাপত্তা দেয়ার দাবীতে এ মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন-ধর্ষিতার পিতা ও মাতা, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এ এম ওমর আলী, পৌরসভার বিনামারা এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ রাজনীতিবিদ এহেছানুল হক, সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি ওমর আলী বলেন, ধর্ষণের আখড়া বানতে এ দেশ স্বাধীন করা হয়নি। গত ১৭টা বছরে দেশটাকে ধর্ষকদের স্বর্গরাজ্য বানানো হয়েছে। অতীতে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হয়নি বলে আজও ধর্ষকরা উল্লাসে মেতে উঠছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে নারী সংস্কার কমিশনের পক্ষ থেকে যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেয়ার জন্য সংস্কার প্রস্তাব আনা হয়েছে, তা দুঃখজনক এবং এটি দেশকে যৌন কাথানায় পরিণত করার একটি চক্রান্ত, নারী সংস্কার কমিশনের এ প্রস্তাব প্রত্যাখানসহ নারী সংস্কার কমিশন বাতিলের দাবী করেন। অন্যদিকে চকরিয়া পৌরশহরের ৬নম্বর ওয়ার্ডের মৌলভীর কুম এলাকায় শিশু ধর্ষণকারিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী করেন তিনি। সমাজ সেবক এহেছানুল হক বলেন, ধর্ষিতার পরিবার আমার বাড়ির নিকটে, দুঃখজনক ঘটনা, তিনি দ্রুত ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবী করেন। বিক্ষোভ ও মানববন্ধনকারিরা বিক্ষোভ ও মানববন্ধন শেষে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *