ফয়সাল আলম সাগর, প্রতিনিধি
চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট স্টেশন এলাকায় যাত্রীবাহী একটি বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও জিপ চালকসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:২০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম (৪৬) চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়া এলাকার মৃত আবদুল গনি সওদাগরের পুত্র। আহতরা হলেন, একই এলাকার আহমদ হোসেনের পুত্র শেকাব উদ্দিন সাকিব (২০) এবং চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া এলাকার আবুল হোসেনের পুত্র জিপচালক আবদুল হাকিম (৪৫)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার মহাসড়কের মালুমঘাট স্টেশনে সন্ধ্যার দিকে বিপরীতমুখী বাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপের এক যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।