ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে চকরিয়া থানার এসআই (নি.) আবুল খায়ের ও এসআই (নি.) মো. সোহরাব সাকিবের নেতৃত্বে ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী সেনা ক্যাম্প এলাকার এমপি চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি কালো ব্যাগ, একটি বাটন ফোন এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন:১. শাহেনা বেগম (৪৬); ২. জহির আলম (৫৪) উভয়ের স্থায়ী ঠিকানা কুতুবদিয়া উপজেলার মধ্য কৈয়ারবিল এলাকার বাসিন্দা, বর্তমানে খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বসবাস করছেন। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।উদ্ধারকৃত আলামত: ২০, ০০০ পিস ইয়াবা ট্যাবলেট; কালো ব্যাগ ০১টি, বাটন ফোন ০১টি, ব্যাটারি চালিত অটোরিকশা ০১টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
