ePaper

চকরিয়ায় অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেফতার এক

ফয়সাল আলম সাগর, কক্সবাজার

কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি পেটের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবা বহনের চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছিড়া পাহাড় নতুন মসজিদের সামনে। সেখানে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের সন্দেহ হলে মো. আজাদ (৩৭), পিতা- মৃত নুরুল আমিন, মাতা- জাকেরা খাতুন, সাং- কাঞ্চনপুর, ৪নং ওয়ার্ড, থানা- সুধারাম, জেলা- নোয়াখালীকে আটক করা হয়। আটকের পর তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ও ঔষধ সেবনের মাধ্যমে তার পায়ুপথ দিয়ে পর্যায়ক্রমে মোট ১৯০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৬/৩৮৮, তারিখ- ০৭/০৮/২০২৫। পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *