ePaper

গ্লাস হাতে মনোকিনিতে পুল পার্টি, চল্লিশে যে ভয় পিয়ার

বিনোদন ডেস্ক

মাস তিনেক আগে মা-বাবা হয়েছেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। পুত্র সন্তান এসেছে তারকা দম্পতির পরিবারে। প্রথম সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি নতুন বাবা-মা। ছেলেকে কীভাবে মানুষ করবেন, তা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। যদিও এখনও ছেলের নাম প্রকাশ করেননি। তবে মুখ না দেখালেও ছেলেকে মাঝে মধ্যে প্রকাশ্যে আনেন জুটি। গত ১৬ অগাস্ট ছিল পরম পত্নীর জন্মদিন। হৈ হুল্লোড় করে দারুণ একটা দিন কাটিয়েছেন নতুন ‘মাম্মা’। সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পিয়া। কাছের বন্ধু-বান্ধব নিয়ে বিশেষভাবে দিনটা কাটিয়েছেন। পুল পার্টিতে জলকেলিরর মাঝে, গ্লাস হাতে মনোকিনিতে পোজ দিতেও ভোলেননি পরম পত্নী। তারকারা সব সময় নিন্দুকদের নজরে থাকে। নিত্যদিনই কটাক্ষের মুখে পড়তে হয়। তার মধ্যে পরমব্রত-পিয়া তো ট্রোলারদের স্ক্যানারে থাকেন। তবে এসবে ‘কেয়ার নট অ্যাটিটিউট’ রেখে, পজিটিভ থাকার চেষ্টা করেন তারা। সে প্রমাণ মিলল পিয়ার পোস্টে। পিয়া আগে থেকেই আন্দাজ করেছিলেন এই পোস্টের নিচেও নেতিবাচক মন্তব্য, কটূকথায় ভরতে পারে। এজন্যে নিন্দুকদের আগে থেকে মোক্ষম জবাব দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, চল্লিশ বছর বয়সে, একমাত্র জিনিস যা বিবর্ণ হয়ে যায় তা হলো, ‘জাজ’ হওয়ার ভয়।”এই পার্টিতে পরম-পিয়ার সঙ্গে হাজির ছিলেন আদিত্য সেনগুপ্ত, অনুষা বিশ্বনাথন, ঋতব্রত মুখোপাধ্যায়সহ কাছের বন্ধুরা। সকলের প্রতিই কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতাপত্নী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *