পাবনা প্রতিনিধি
পাবনা জেলার গ্রামীন অর্থনৈতিক উন্নয়নে পাবনা এলজিইডির ব্যাপক ভুমিকা পালন করছে। পূর্বে যেখানে গরু-মহিষের গাড়ী ও নৌকায় করে মানুষ ব্যবসা বানিজ্য পরিচালনা করতো, এখন সেখানে নির্বিঘ্নে যানবাহনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। স্বল্প সময়ে বাজারজাত করতে পেরে খুশি গ্রামীন জনপদের কৃষকরাও। এলজিইডি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আন্ত: সড়ক ছাড়াও গ্রামীন সংযোগ সড়ক নির্মান করে গ্রামীন অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে। জেলার নয়টি উপজেলার ৭২টি ইউনিয়নে প্রায় প্রতিটি ওয়ার্ডে তৈরী করা হয়েছে গ্রামীন সড়ক। ফলে যোগাযোগ ব্যবস্থা সুবিধার কারনে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ছাড়াও কৃষকেরাও তাদের ভাগ্য উন্নয়নে যথেষ্ট সুবিধা ভোগ করছে। গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভাঙ্গুড়া উপজেলার পুংগুলি ইউনিয়নের পাটুলি কাশিপুরের প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা নির্মান করা হয়। রাস্তাটি চলনবিলের মাথায় গিয়ে শেষ হলেও এলাকার দশ-পনের গ্রামের কৃষক ও ব্যববসায়ীরা উপজেলা ও জেলা সদরের সাথে ব্যবসা-বানিজ্য অল্প সময়ে শেষ করতে পারছে। পাটুলী চৌধুরী পাড়া গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, আগে আমাদের উৎপাদিত পন্য বাজারজাত করা বেশ কষ্ট সাধ্য ছিল। অনেক কৃষক বাড়ীর উপর কম দামে ফড়িয়া ব্যবসায়ীদের কাছে উৎপাদিত পন্য বিক্রি করতে বাধ্য হতো। রাস্তাটি নির্মানের ফলে বর্তমানে সে অবস্থা থেকে এলাকার ব্যবসায়ী ও কৃষকেরা নিষ্কৃতি পেয়েছে। এ ব্যাপারে পাবনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামীন অর্থনীতি উন্নয়নের জন্য কাজ করে আসছে। যোগাযোগের মাধ্যমে কৃষক-ব্যবসায়ী ছাড়াও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।