ePaper

গোয়ালন্দে গভীর রাতে অগ্নিকাণ্ড, তিন ব্যবসায়ী সর্বশান্ত

 রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় অন্তত ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গোয়ালন্দ বাজারের মো. খোকন মন্ডলের কুকারিজের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রাজবাড়ী থেকে আসা আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। রাত সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের ভয়াবহতায় বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও তাদের দোকান থেকে মালামাল সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। এছাড়া আগুন নেভাতে ব্যবহৃত পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন আড়তের শত শত বস্তা চাল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাল ব্যবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. খোকন মন্ডল বলেন, “প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পর জানতে পারি দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার জীবনের সবকিছু চোখের সামনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে।” তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, “এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন কুকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।”

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *