ePaper

গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হাট-বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাইদুর রহমান সভাপতি ও সুকুমার মহন্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রাহেনুল ইসলাম ও প্রিজাইডিং অফিসার মামুন ফলাফল ঘোষণা করেন। এদিন ২৩৮ জন ভোটারের মধ্যে ২৩০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে সাইদুর রহমান (চেয়ার) প্রতীকে ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সানু শেখ (চাকা) প্রতীকে প্রাপ্ত ভোট ৫২। এ পদে বাতিল ভোট সংখ্যা ২০। সাধারণ সম্পাদক পদে সুকুমার মহন্ত (ফুটবল) প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাহান (খেজুর গাছ) প্রতীকে প্রাপ্ত ভোট ৪৬, সজল বিশ্বাস (হাঁস) প্রতীকে প্রাপ্ত ভোট ১৯, মো. ইসলাম (কাপ পিরিচ) প্রতীকে প্রাপ্ত ভোট ১৬ এবং রফিকুল ইসলাম (মটর সাইকেল) প্রতীকে প্রাপ্ত ভোট ১৩। সাংগঠনিক সম্পাদক হায়দার আলী (হরিণ) প্রতীকে ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সুজন বিশ্বাস (বাঘ) প্রতীকে ৪৯ ও আজাদুল (হাতি) প্রতীকে ৪৪ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে রফিকুল ইসলাম (টেলিভিশন) প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফুল ইসলাম (কলস) প্রতীকে প্রাপ্ত ভোট ১০৪। কার্যকরী সদস্য পদে দুদু মিয়া (চশমা) প্রতীকে ১০১ এবং সষ্ঠী চন্দ্র বিশ্বাস (বিশু) (মই) প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি হাফিজার রহমান (আম) প্রতীকে ৫৯; হামিদুল ইসলাম (ডাব) প্রতীকে ৬২; বুদু মিয়া (হাতপাখা) প্রতীকে ৩২ এবং মিনাজুল (তরোবারি) প্রতীকে প্রাপ্ত ভোট ২৪। সহ-সভাপতি পদে নারায়ণ চন্দ্র রাজভর (মোরগ); সহ-সাধারণ সম্পাদক পদে সুকুমার চন্দ্র বিশ্বাস (আনারস); কোষাধ্যক্ষ পদে মামুন সরকার (দেয়াল ঘড়ি) এবং প্রচার সম্পাদক পদে ময়নুল ইসলাম (মাইক) প্রতীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *