গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির পুনর্গঠন উপলক্ষে পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড়ে আয়োজিত পরিচিতি সভার উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব কাদের শেখ এবং সংবাদ সম্মেলনে কমিটি পূর্ণগঠনের যথার্থতা ও যৌক্তিকতা তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সাধারণ আজমল হোসেন। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি বান্নাবার্স টুডুর সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি সুফল হেমরম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির ৪৯ সদস্য বিশিষ্ট পুর্ণগঠিত কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করা হয়। এই পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
