ePaper

গোবিন্দগঞ্জে মহাসড়কে যৌথ বাহিনীর অভিযান

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রোববার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহন থামিয়ে সেগুলোতে তল্লাশি চালানো হয়। এসময় গাইবান্ধা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার (ডাব্লিউও) রাকিবুল আলম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক রানা, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জামান, সার্জেন্ট সাজ্জাদসহ যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে ৭টি যানবাহনকে মামলার মাধ্যমে মোট ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটরসাইকেল ও মাইক্রোবাস হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়। গাইবান্ধা সেনা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনারোধে সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনী এমন কার্যক্রম চালু রাখবে। শুধু তাই নয়, অপরাধ দমনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *