ePaper

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো’র (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি) আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের সম্প্রতি স্থাপিত ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং গ্রাহক হয়রানী বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরশহরের ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন নেসকোর অফিসের সামনে এ মানববন্ধনের আয়োজন করে গোবিন্দগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি। মানববন্ধন শেষে উপস্থিত বিদ্যুৎ গ্রাহকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসিবুল হক তুষার, শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, কৃষক নেতা লুৎফর রহমান, বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা টুকু, সাংবাদিক কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক ও ঠিকাদার শাহাবুল আলম মিতু মোল্লা প্রমুখ। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাদের মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছে এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে। বিগত সরকারের বিদ্যুৎ খাতে সকল গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার আহবান জানান তারা। সেই সাথে গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করা হলে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেয়। উল্লেখ্য, এ উপজেলায় নেসকোর ২১ হাজার ৫শ’ বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গত নভেম্বর’ ২০২৪ মাসের বিদ্যুৎ বিলের উপর সিল মেরে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপনের আগাম বার্তা দেয় নেসকো লিমিটেড। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ও সচেতনমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *