ePaper

গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার বিকেলে ও রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী ও ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আলম মিয়া (২৮) এবং ট্রাক হেলপার হাসান আলী (৩০)। নিহত হাসান উপজেলার তালুককানুপুর ইউপির রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে এবং আলম গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পৌরশহরের খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাকের পেছনে বালুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাকই খাদে পড়ে হেলপার হাসান নিহত হয়। অপরদিকে, রোববার বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে যানজটে আটকা পড়া একটি কার্গো ট্রাক ও অটোরিকশার মাঝ পথ দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলম মিয়া। তিনি স্থানীয় একটি ব্রিটিশ টোবাকো কোম্পানির এস.আর পদে চাকরি করতেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *