গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে বাগানের ৪বছর বয়সী ৫০৭টি ইউক্যালিপ্টাস কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুকরহিমাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তালুকরহিমাপুর গ্রামের মৃত জফের উদ্দিন শেখ এর ছেলে জাহিদ হাসান রিপু ৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু (কাইয়াগঞ্জ) গ্রামের মৃত তবিবর রহমান চৌধুরীর ছেলে আবু তৌফিক রায়হান চৌধুরী পারভেজ (৬০), আবু তৌফিক রাশেদ চৌধুরী (৫৮) আবু তৌফিক রাজি চৌধুরী টিটো (৫২) সহ অজ্ঞাত ২০/২৫ জন। অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী আবু তৌফিক রাশেদ চৌধুরী কবলা দলিল মূলে জাহিদ হাসান রিপুর কাছে হস্তান্তর করে। উক্ত জমি কেনার পর থেকে গাছপালা লাগিয়ে চাষাবাদ করে আসছে জাহিদ হাসান রিপু। কিছুদিন যাবৎ অভিযুক্তরা জোরপূর্বক দখল, মারপিট ও বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দিবাগত রাত্রি অনুমান সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে খানসাপাড়া মৌজাস্থ বাগানে প্রবেশ করে ৪বছর বয়সী প্রায় ৫০৭টি ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।