শ্যামল রায়, (গাইবান্ধা) গোবিন্দগঞ্জ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সাখাহার ইউনিয়নের শিহিগাঁও গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে, আব্দুল কদ্দুস মন্ডল ভোগ দখলকৃত তফসিল বর্ণিত জমির গাছপালা কর্তন, ও প্রান নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে, আব্দুল কদ্দুস মন্ডলকে একই ইউনিয়নের দশনাল গ্রামের মৃত আছিব উদ্দিন প্রধানের ছেলে, আব্দুল ছাত্তার প্রধানের নির্দেশে, সোলায়মান, রাজু প্রধান, রবিউল ইসলাম, আ. রহিম, ইদ্রস মন্ডল, মতিন, আজিজুল, সোহেল রানা, হাছেনসহ, গত ১২সেপ্টেম্বর ২০২০ সালের সকাল ০৭টায় তার বাড়িতে আসিয়া জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ উপরাইয়া নষ্ট করে ফেলে যাহার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। আব্দুল কদ্দুস মন্ডল, সোলায়মানকে বাধা দিতে গেলে তাকে এলো পাথারী মারপিট করে। গত ১৫সেপ্টেম্বর ২০২৪ সালের পুনরায় তার ১০টি ইউক্লিপটার্স গাছ, ৫টি আমগাছ, কর্তন করিয়া নিয়ে যায় এবং ৭০হাজার টাকা ক্ষতি সাধন করে, এবং তার বাড়িতে থাকা ঘরের আসবাবপত্র লুটতরাজ করিয়ে নিয়ে যায়। বর্তমানে আব্দুল কদ্দুস মন্ডল হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনার পর ক্ষতিগ্রস্থ আব্দুল কদ্দুস মন্ডল বিচার চেয়ে গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন।