ePaper

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎস্যজীবী দলের দোয়া

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। দোয়া মাহফিলের আগে বক্তব্যে সাবেক সাংসদ মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে আপোষহীন সংগ্রামী নেত্রী। তিনি গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মাকে ভীষণভাবে প্রয়োজন। দেশকে ভালোবাসার কারণে নিজের সন্তানকে হারিয়েও তিনি দেশ ছেড়ে যাননি। আমরা তাঁর সুস্থতা কামনায় দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রজিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিকুর জামান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, যুগ্ন আহবায়ক ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির সদস্য ও রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, সাবেক পৌর বিএনপির যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোজাম্মেল হক সরকার মতলেব, সাধারণ সম্পাদক রোমান আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ জিকির নগরী। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *