ePaper

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে মহাসড়ক অবরোধ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে পৌরসভার ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে উপজেলার সর্বস্তরের জনগন। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের থানা মোড় চারমাথা এ অবরোধ করে। এ সময়ে ইপিজেড বাস্তবায়নের দাবীতে বক্তব্য রাখেন, এমএ মতিন মোল্লা, আব্দুস সালাম, মাকসুদ রহমান, অয়ন সুলতান, খন্দকার জাহাঙ্গীর আলম ডাবলু সহ প্রায় শতাধিক সর্বস্তরের জনগন। দীর্ঘ অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পরে এবং ভূমি উদ্ধার কমিটির নেতা স্বপন শেখ কে গ্রেফতারে দাবী জানানো হয়। রংপুর-ঢাকা মহাসড়কে অবরোধ দীর্ঘয়াতি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম, সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসে উপস্থিত হয়। পরে তাদের আশ্বাসে ঘন্টার অধিক সময় ধরে চলা অবরোধ তুলে নেওয়া হয়। এদিকে, ঘোষিত মানববন্ধনের প্রতিক্রিয়ায় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কাটা মোড় নামক স্থানে মঙ্গলবার দুপুরে মহাসড়ক অবরোধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *