গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই হাটের চুক্তিভিত্তিক চাঁদাবাজপূর্ব শত্রুতায় চাঁদা দাবি করে না পাওয়ায় সংঘবদ্ধ মারপিটে ৪ জনকে আহত করার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। আটক জিন্নু প্রধান (৬০) কে গত রোববার রাতে গ্রেফতারের পর থানায় সোপর্দ করলে থানা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার নাকাই ইউপির পাটোয়া মালেনি পাড়া গ্রামে মারপিটের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে আতিকুর রহমান সরকার প্রতিবেশি দেলোয়ার হোসেনসহ অভিযুক্ত ১২জনের নাম উল্লেখ করে থানায় একটি এজাহার দায়ের করেন। গোবিন্দগঞ্জ থানায় গত ৪ এপ্রিল মামলা নং ০৪। মামলা সূত্রে জানা যায়, জমা-জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে উভয়ের মধ্যে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে সি.আর ৪৩৯/২৪, ৪৫০/২৪ ও ৪২৪/২৪ বিচারাধীন। উক্ত মামলা গুলোতে অভিযুক্তরা ক্ষতিগ্রস্থ হচ্ছে মর্মে ভুক্তভোগী আতিকুর রহমানের পিতা আইয়ুব আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করতে থাকে। চাঁদা না দিলে বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়ে তাদের উচ্ছেদ করা হবে। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে ভুুক্তভোগীর বাড়িতে গিয়ে আহত আইয়ুব আলীকে ডেকে বাহিরে নিয়ে গিয়ে মারপিট শুরু করে। তাকে উদ্ধারে বাদীর স্ত্রী এগিয়ে গেলে তার চোখের নিচে চাকুর আঘাতে জখম হয়। তাদের উদ্ধারে বাদী ও তার মা এগিয়ে গেলে অভিযুক্তরা বেদম মারপিটে উভয়কে গুরুতর আহত করে এবং মা হাড়ভাঙ্গা আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় অভিযুক্তরা বাদীকে তাদের একটি ঘরে নিয়ে আবদ্ধ করে রাখে। বাদীর ঘরে বিভিন্ন মালামাল ভাংচুর করে ঘরে রক্ষিত ধান বিক্রি ও বেতন বোনাসের ২ লাখ টাকা চুরির উদ্দেশ্যে গোপন করে নিয়ে যায়। ঘটনা চলাকালে বাদীর ছোট ভাই ৯৯৯ কল করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবদ্ধ ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে আহতদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এজাহার সূত্রে অভিযুক্তদের একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।