ePaper

গোবিন্দকে ছাড়াই পার্টিতে স্ত্রী সুনীতা!

বিনোদন ডেস্ক

বলিউডের অন্যতম জুটি গোবিন্দ-সুনীতা আহুজা। তবে তাদের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে। এমনাত সম্পর্কে ইতি টানতে চলেছেন তারা, এমনটাও রটেছে। এরই মাঝে সুনীতার কিছু বক্তব্য প্রশ্ন তুলেছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে সুনীতাকে তার ছেলে যশবর্ধনের সঙ্গে দেখা যায়। সেখানে গোবিন্দকে না দেখতে পাওয়ায় সকলের মনেই জাগে প্রশ্ন। কেন এলেন না অভিনেতা? সুনীতাকে দেখে প্রশ্ন করেন পাপারাজ্জিরা। গোবিন্দা সম্পর্কে প্রশ্ন করায় চমকপ্রদ প্রতিক্রিয়া তার স্ত্রীর। যা দেখে আবারও শুরু নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনা-সমালোচনা। গোবিন্দার স্ত্রী সুনীতা এবং ছেলে যশবর্ধন যখন পাপারাৎজ?িদের জন্য ক্যামেরায় পোজ দিচ্ছিলেন, তখন তাদের জিজ্ঞাসা করা হয়েছিল, ‘গোবিন্দ স্যার কোথায়?’ এই কথা শুনে প্রথমটা অবাক হয়ে যান সুনীতা। এর পর আবার জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘আমরাও ওকেই খুঁজছি।’ যদিও পরে আবার হেসে বলেন, ‘হতেও তো পারে সবার শেষে এলেন অনুষ্ঠানে।’

গোবিন্দর নাম শুনে সুনীতার এমন প্রতিক্রিয়া মোটেই পছন্দ হয়নি ভক্তদের। কেউ বলেছেন, ‘আপনাদের মনে রাখা উচিত যে গোবিন্দর জন্যই আপনারা পরিচিত।’ কারও মতে আবার, ‘অকৃতজ্ঞ পরিবার।’ তবে কোনও কথা বলার সময় তা নিয়ে যে বিতর্ক তৈরি হতে পারে, তা নিয়ে খুব একটা কখনওই ভাবিত নন সুনীতা।

প্রসঙ্গত, গোবিন্দা এবং সুনীতা ১৯৮৭ সালের মার্চ মাসে বিয়ে করেন। তবে বেশ কিছু দিন আগে অভিনেতার স্ত্রীর কিছু মন্তব্যে অনেকের মনে তাদের ডিভোর্স নিয়ে প্রশ্ন তুলেছিল। এমনকি ৩০ বছর বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গেও গোবিন্দার সম্পর্কের গুঞ্জন চলতে থাকে। যদিও গোবিন্দার টিম পরে সমস্ত দাবি অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *