লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে ডাকাতি ও গৃহবধূ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল ও নুর করিম নামে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে ৬ সদস্যের এক ডাকাতদল একটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও গৃহকর্তাকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন। সদর থানার তদন্ত কর্মকর্তা ঝলক মোহন্ত বলেন, চিহ্নিত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।