মো.আফজল হোসেইন, শ্রীমঙ্গল
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় ডাম্প ট্রাকের ধাক্কায় শ্রীমঙ্গল স্টেশনের টি-৭১ নম্বর গেট ভেঙে যায়। কেউ হতাহত না হলেও গেটের এক অংশ পুরোপুরি ভেঙে যায় গেট ওটাতে ও নামানোও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে রেলক্রসিং পারাপারে নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। উপস্থিত লোকজন ও গেটম্যান চট্ট মেট্রো শ -১১-৪৬৭৫ ডাম্প ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে খবর পেয়ে রেলওয়ে পুলিশ, স্টেশন মাষ্টার মো. সাখাওয়াত হোসেন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। এবং শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ ডাম্প ট্রাকটিকে তাদের দায়িত্বে রাখেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রেলগেইট নামানোর মধ্যেই ডাম্প ট্রাকটি লেভেল ক্রসিং ঢুকে যায় এতে গাড়ির ধাক্কায় গেট ভেঙে পড়ে যায়। গেটে দায়িত্বে থাকা গেটম্যান ইয়ামিছ বলেন, চট্টগ্রামগামী পাহাড়িকা আন্তঃনগর ট্রেন আগমনের সংকেত পেলে গেট নামাতে যাই। সেই সময় বালু বহণকারী ডাম্প ট্রাকটি তাড়াতাড়ি পেরোতে যায়। এসময় সেটি ধাক্কা মারে গেটে। গেটের এক অংশ পুরোপুরি ভেঙে যায়। এবিষয়ে স্থানীয়রা বলেন, শ্রীমঙ্গল রেল স্টেশনের টি -৭১ নম্বর গেটম্যানের দায়িত্বে অবহেলার কথা তুলে ধরেন। প্রায় সময় গেটম্যান রুমে থাকেনা বহিরাগত লোক দিয়ে গেট উঠানামানো করে থাকে বলে অভিযোগ রয়েছে। এবিষয়ে জানতে চাইলে রেলওয়ে থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, গাড়ির চালক খুজে না পাওয়ায় ঘটনাস্থলে গাড়ি আটক করে রাখা হয়। নিষ্পত্তির বিষয়টি নিয়ে গাড়ির মালিক পক্ষ ও শ্রীমঙ্গল রেল স্টেশনের প্রকৌশলী জাকির সাহেবের সাথে আলোচনা চলছে। শ্রীমঙ্গল রেল স্টেশনের প্রকৌশলী জাকির সাহেব মৌখিক ভাবে অবগত করেন সেটি লিখিতভাবে অভিযোগ করলে আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এবিষয়ে আরো জানতে শ্রীমঙ্গল রেল স্টেশন প্রকৌশল মো.জাকির সাহেবকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।