ePaper

গাজীপুরে সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর

গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানাধীন নিউমার্কেট ভবনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে গঠিত গাজীপুর সাংবাদিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১ ঘটিকায় এক জমকালো আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কার্যালয়ের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, প্রতিষ্ঠাতা (সাবেক) সাধারণ সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সাংবাদিক সমিতি কার্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শামীম, কোনাবাড়ী কাশিমপুর প্রতিনিধি, দৈনিক যুগান্তর। সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন। আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। গাজীপুর সাংবাদিক সমিতির মাধ্যমে এই অঞ্চলের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে ভূমিকা রাখছেন, তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও আমরা সাংবাদিকদের পাশে থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করব।” অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় উদ্বোধককে। এছাড়াও, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন—জামাল আহমেদ চ্যানেল এস, কাশিমপুর প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার, দৈনিক জনবাণী, ইউসুফ আহমেদ তুষার কাশিমপুর কোনাবাড়ি প্রতিনিধি, দৈনিক নবচেতনা নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের সংবাদ হাসমত রুপবানী, কোনাবাড়ী প্রতিনিধ ও  সিটি রিপোর্টার, দৈনিক সকালের সময় এবং গাজীপুর সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়া, উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন সহ কোনাবাড়ী  মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সবশেষে অনুষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়—জাতি, দেশ এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন দোয়া পরিচালনা করেন। শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। গাজীপুর সাংবাদিক সমিতির এই নতুন কার্যালয় সাংবাদিকদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *