মো. আব্দুল আজিজ, গাজীপুর
সদর উপজেলার মির্জাপুর বাজারে শীতল মিষ্টান্ন ভান্ডারে নাজমুল (১০) নামের এক শিশু কর্মচারীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই দোকানের শিশু কর্মচারী আজহারুল (১৩) অপর শিশু কর্মচারী নাজমুলকে কিল ঘুষি লাথি দিয়ে মারতে মারতে দোকানের সামনের রাস্তায় ফেলে দেয়। উক্ত ঘটনা দেখে সামনের মিষ্টি দোকানের মালিক দীনেশ এসে শিশু আজহারুল কে উপর্যুপরি মারতে থাকে। পরে বাজারের লোকজন তাদের ছাড়িয়ে দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর বাজারে ছোট বড় ৫-৭ টি মিষ্টির দোকান ও হোটেল রয়েছে। দোকানগুলোতে ১০-১৩ বছর বয়সি শিশুদেরকে ১০০ থেকে ৪০০ টাকা দৈনিক হাজিরায় নিয়োগ দিয়ে দীর্ঘদিন ধরে তাদের লাভজনক ব্যবসা চালিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মির্জাপুর বাজারের একজন ক্রেতা জানান, হোটেল গুলোতে আগের মত খাবারের মান ও নিরাপদ পরিবেশ নেই। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করে তা পরিবেশন করে আসছেন তারা, এতে ওই এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। স্থানীয় প্রশাসনের মনিটরিং না থাকায় শিশুশ্রম ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন বন্ধ হচ্ছে না।
