ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর কোনাবাড়ী
গাজীপুরের কাশিমপুরের জিরানী বাজারে মটর শ্রমিক ফেডারেশনের শুভ উদ্বোধন করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন হুমায়ুন কবির খান। কাশিমপুরের জিরানী বাজারে গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় কাশিমপুরের ১ নং ওয়ার্ড জিরানি বাজার মটর শ্রমিক ফেডারেশনের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এই অফিসের উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ুন কবির খান মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রধান উপদেষ্টা রেখে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দ্বায়িত্ব প্রদান করে পরবর্তীতে শওকত হোসেন সরকার জানান আগামী ৭ দিনের মধ্যে এই কমিটি ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন সহ থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কোন মটর শ্রমিক যদি দুর্ঘটনায় প্রাণ হারান, তাহলে তার পরিবারকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। আর যদি কেউ পঙ্গুত্ববরণ করেন, তাকে ৫০ হাজার থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান।” এছাড়াও তিনি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা এবং সুশৃঙ্খল সংগঠন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।