গাজীপুর প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরকৃত মামলার এক আসামি আতিকুর রহমান কে কারাগারে পাঠিয়েছে আদালত। চীফ মেট্রোপলিটন আদালতে সিআর মোকদ্দমায় গত বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের শিববাড়ি এলাকা থেকে ওই মামলার ২৪ নম্বর আসামি আতিকুর রহমানকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন শুক্রবার দুপুরে চালান দিলে বিজ্ঞ ম্যজিস্ট্রেট আদালতে আতিকুর রহমান জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযোগ সুত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসামিরা মিছিলে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ করেছেন। আদালত সুত্রে আরো জানাযায়, কারাগারে প্রেরণকৃত আসামি আতিকুল রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় মেয়রের প্রভাব খাটিয়ে জেলা শহরের শিববাড়ী আকলিমা প্লাজার নিচ তলায় অবস্থিত মহসিন ইলেকট্রনিক্স মালিক মহসিনের উপর হামলা ও মিথ্যা মামলা করে দেশছাড়া করেন এবং দোকানের দখল নেন। গাজীপুরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মহসিন ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটারের মাালিকানা আত্মসাৎ করতে আমেরিকা প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মহসিন আমেরিকা থাকার সুবাদে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলমান অবস্থায় দোকানে সাইনবোর্ড লাগিয়ে দখল করেছে। এর আগে ২০২৪ সালের মার্চে গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আতিকুল ইসলামের প্রতারণা বিষয়গুলো তুলে ধরেন।