ইউসুফ আহমেদ তুষার, কাশিমপুর
গাজীপুরের কাশিমপুরে নারী ও শিশু নির্যাতনের মামলা আব্দুল হাকিম ও চাঁদাবাজির অভিযোগে আজাদ ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার কাশিমপুরের ৪ নং ওয়ার্ড গ্লোরিয়াস স্কুল সংলগ্ন তুষার গ্যারেজ থেকে ইজিবাইক ভাড়া নিয়ে চালানোকে কেন্দ্র করে চালককে জিম্মি ও চাঁদাবাজির অভিযোগে মো. আজাদ (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ সদর উপজেলার কেউওয়াটখালী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। বর্তমানে কাশিমপুরের সারদাগঞ্জ ভূঁইয়াপাড়া এলাকার ভাড়াটিয়া। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪৩/৩৬৫/৩৮৫/৩৮৬ ধারায় মামলা রয়েছে। এ মামলার এফআইআর নং-২৭, জি আর নং-২৪৩,। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. আব্দুল হাকিম (২৬) নামে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দৈয়ারা গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় থেকে আব্দুল হাকিমকে পুলিশ আটক করে। অভিযোগে বলা হয়েছে, বাদীর কিশোরী মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও অনৈতিক চাপ সৃষ্টি করে আসছিলেন তিনি ও তার সঙ্গীরা। এ ঘটনায় কাশিমপুর থানায় মামলা নং-১৭, তারিখ ১৮ জুলাই ২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২৫)-এর ৭/৩০ ধারায় মামলা হয়। এছাড়া আলাদা অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকেও কাশিমপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, পৃথক ঘটনায় গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দুজন চলমান মামলার আসামি এবং দুজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। চারজনকেই আদালতে পাঠানো হয়েছে।
