মো. আব্দুল আজিজ, গাজীপুর
সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে হায়দার ইসলাম (৫১) নামে একজন নিহত ও আলামিন (২৫) নামে একজন আহত হয়েছে। নিহত হায়দার ইসলাম রাঙ্গামাটি জেলার লাংদু থানার জালালাবাদ গ্রামের সোলেমান বেপারির ছেলে এবং আহত আলামিন ফেনী জেলার মহিরহাট গ্রামের মহন দালালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত আতংকে স্থানীয়রা প্রতিদিন রাতে দলভিত্তিক পাহারার ব্যবস্থা করে। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন সন্দেহের ভিত্তিতে স্থানীয় জনতা ধাওয়া করে দুই জনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসা দিতে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। আহত আলামিন চিকিৎসাধীন আছে। এবিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি দা ও ছুরি উদ্ধার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন। ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ব্যক্তির বিষয়ে উর্ধ্বতন কর্মকতাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।
