গাজীপুর প্রতিনিধি
ছাত্রলীগ কর্মী, বিবাহিত ও অনিয়মিতছাত্রদের গুরুত্বপূর্ণপদে রেখে গাজীপুরের সবচেয়ে বড় বিদ্যাপীঠ ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ছাত্রদলের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক সক্রিয় কর্মী ও বিবাহিতদের পদ দেওয়ার অভিযোগ উঠেছে। কমিটি ঘোষণার পর রাতেই কলেজের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রদলের পদবঞ্চিতরা। গত শনিবার রাতে গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন স্বাক্ষরিত পত্রে ৩৯ সদস্যের কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পদবঞ্চিতদের অভিযোগ, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন ভাবে নানা সমালোচনা ও বিতর্ক উঠেছে। দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন সংগ্রামে ত্যাগী ও পাদবঞ্চিতরা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন। অবিলম্বে এই আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে ক্যাম্পাসে মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এই কমিটিতে বিগত দিনে যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকেছে, তাদের বাদ দিয়ে নিজস্ব ‘মাই ম্যান’ সেটাপ করতে সিন্ডিকেট করে টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করেছে। ছাত্রলীগ থেকে ৫ আগস্টের পর ছাত্রদলে যোগ দেওয়া ছেলেদের কমিটিতে রাখা হয়েছে। বিবাহিত অনিয়মিত ছাত্র ও চাঁদাবাজদের দিয়ে এই কমিটি আমরা মানবো না। বিক্ষোভকারীরা জানান, তারা অবৈধ ও পকেট কমিটি মানবেন না। নিষিদ্ধ ছাত্রলীগ দিয়ে গঠন করা এই কমিটি মানা হবে না। তাদের কাছে কমিটিতে স্থান পাওয়া অনেকের ছবি ও ভিডিও রয়েছে, যারা ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছেন। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তারা। পদবঞ্চিত ছাত্রদল কর্মী আরাফাত বলেন, “ছাত্রলীগের লোকজন এখন কমিটিতে। বিগত দিনে তাদের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিতে দেখেছি। যারা জেল খাটল, ত্যাগ শিকার করেছে, তাদেরকে এই কমিটিতে মাইনাস করা হয়েছে। আমরা এই কমিটি মানি না।” ছাত্রদলের আরেক পদবঞ্চিত কর্মী পাভেল বলেন, “ছাত্রলীগের পদপ্রার্থীরা ও অনিয়মিতদের টাকা-পয়সা খেয়ে কমিটি দিয়েছে। যাদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে তাদের ক্যাম্পাসে কেউ চিনেই না। এমনো ছেলে আছে যারা সিভি জমা দেয়নি তাদেরও কমিটিতে রাখা হয়েছে। কোন আন্দোলন সংগ্রামের দুইটা ছবি দেখাতে পারবে না। আমরা তো টাকা-পয়সা দিয়ে রাজনীতি করি না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। এই কমিটি থেকে অনেকেই পদত্যাগ করবে।” গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ঘুমাচ্ছি, পরে কথা বলব।”
