ePaper

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত  সংঘর্ষে আহত-৬ জন, গ্রেফতার- ১

হাবিবুর রহমান,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উজান বোচাগাড়ী গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধে ৬ জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ১৩ জানুয়ারি (সোমবার) সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অত্র উপজেলার উজান বোচাগাড়ী গ্রামের মৃত আলহাজ্ব আবেদ আলী মিয়ার পুত্র মোঃ বাদল মিয়া।অভিযোগে বলা হয়,বিবাদী মোঃ ওবায়দুল ইসলাম ওরফে জাহাঙ্গীর গংদের সাথে দীর্ঘ দিন হতে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ ও মনোমালিন?্যরে চলে আসছিল বাদীদের।১৩ জানুয়ারি (সোমবার) বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে পাঁচপীর যাওয়ার পথে বাদীর বড়ভাই শফিউল ইসলাম ও ভগ্নিপতি মাসুদ রানার পথরোধ করে এবং দেশিয় অস্ত্র লাঠি,ছোরা ও লোহার রড দিয়ে এলোপাতারী মারপিট করে নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন। এসময় তাদের চিৎকার শুনে বাদী বাদল মিয়া ও বড় ভাই মোঃ মাইদুল ইসলাম,ভাতিজা মোঃ সুমন মিয়া,ভাগিনা সুজা মিয়ার গর্ভবর্তী স্ত্রী মোছাঃ আশামনি ছুটে আসেন। বিবাদীরা তাদের কেও মারপীট ও গুরুত্বর জখম করে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত?্যগ করেন। উক্ত ঘটনার সময় আহতদের চিৎকারে পার্শ্ববর্তী মোঃ ছদরুল ইসলাম, মোঃ মিলন মিয়া,মোছাঃ রোমানা বেগম ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে যান। ঘটনার সাথে জড়িত মোট আট জনের বিরুদ্ধে গাইবান্ধার  সুন্দরগঞ্জ থানায়, এফআইআর নং-১৮,২০২৬: জি আর নং-১৮,ধারা-১৪৩৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪/৩৪ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০, মামলা দায়ের করা হয়েছে। এব?্যপারে

 মৃত আবেদ আলীর পুত্র মোঃ ওবায়দুল ইসলাম ওরফে জাহাঙ্গীর (৩৮) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে মামলা তুলে নিতে আসামীরা নানা প্রকার ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করায় বাদী ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *