গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে আসা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতুর বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়া ও অসদাচরণের অভিযোগ উঠেছে।
স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আনসারুজ্জামান রেজুয়ান এ বিষয়ে সিভিল সার্জনকে অবগত করে সাঘাটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৫ মার্চ সকালে মারপিটের ঘটনায় অন্ত সত্তা নারী মোছা. পাপিয়া বেগম নামের এক রোগীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. সানজিদা আক্তার সেতু রোগীকে ভর্তি ও চিকিৎসা প্রদান না করে অবহেলা করেন। এছাড়াও রোগীর সঙ্গে তিনি অসদাচরণ করেছেন। একইভাবে ভর্তি না নেওয়ার কারণ জানতে ঐ সাংবাদিক এ চিকিৎসা কর্মকর্তার নিকট কারণ জিজ্ঞেস করলে তার সঙ্গেও অসদাচরণ করেছেন তিনি। এসময় রোগী সহ অনেকের সামনে সাংবাদিকদের জুতা পেটা করবে বলে শাসানোর অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। সেখানে রোগীদের হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় এরকম মানহানিকর কথা বলেছেন এ চিকিৎসক।
অভিযুক্ত চিকিৎসক ও মেডিকেল অফিসার সেতুর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায় নি।
এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের এই চিকিৎসক রোগীদের সঠিক চিকিৎসা না দিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকে পাঠান। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।