হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস (ঝকঝ) ফাউন্ডেশনের সাথে জাপান সরকার শিশুদের নিরাপদ নিশ্চিতের লক্ষে এক চুক্তি সম্পাদন করেন। গত ৬ জানুয়ারি সোমবার বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ জাপানের রাষ্ট্রদূত ঐ.ঊ. গৎ. ঝঅওউঅ ঝযরহরপযর এবং এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সাথে এ(প্রকল্প) অনুদানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলার ‘এসকেএস স্কুল অ্যান্ড কলেজ’-এর মানসম্মত শিক্ষা,নিয়মিত শিশু শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি যাতায়াত নিশ্চিত কল্পে জেলার প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার প্রাথমিক শিক্ষার্থীদের ব্যবহৃতের জন্য বাংলা টাকা ৬২ লাখ ২৩ হাজার ১৯৪ টাকা। (প্রকল্প)অনুদানের চুক্তি স্বাক্ষর করা হয়। উক্ত অনুদানের অর্থ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি স্কুল বাস কেনা হবে বলে জানাগেছে। উল্লেখ্য, এসকেএস স্কুল এণ্ড কলেজ- এ বর্তমানে ছাত্রছাত্রীদের পরিবহণে ৬টি বাস চলমান রয়েছে।
