ePaper

গাইবান্ধার পলাশবাড়ীতে ১০টি ভোটকেন্দ্র ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ,বিশেষ নজরদারির প্রস্তুতি

সিরাজুল ইসলাম শেখ পলাশবাড়ী গাইবান্ধা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে গাইবান্ধার পলাশবাড়ী থানা প্রশাসন। নির্বাচনের পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার ৭১টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রকে ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।পলাশবাড়ী থানা প্রশাসনের করা তালিকা অনুযায়ী, পলাশবাড়ী উপজেলার মোট ৭১টি ভোটকেন্দ্রের গুরুত্ব ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১০টি কেন্দ্রকে ‘অত্যধিক ঝুঁকিপূর্ণ’ (লাল চিহ্নিত),৩৯টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ (হলুদ চিহ্নিত) এবং বাকি ২২টি কেন্দ্রকে ‘ঝুঁকিমুক্ত’ বা সাধারণ (সবুজ চিহ্নিত) হিসেবে ঘোষণা করা হয়েছে। অত্যধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় রয়েছে, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ,পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী সুতি মাহামুদ সরকারি উচ্চ বিদ্যালয়,কাশিয়াবাড়ী স্কুল ও কলেজ,কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বান্নাকেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,হাসবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়,মেরীরহাট উচ্চ বিদ্যালয়, মহদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মহদীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং পার আমলাগাছী উচ্চ বিদ্যালয়। থানা প্রশাসন সূত্রে জানা গেছে,ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করতে এই শ্রেণি বিন্যাস করা হয়েছে। বিশেষ করে লাল চিহ্নিত কেন্দ্রগুলোতে নির্বাচনের দিন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে এবং বিশেষ নজরদারি বাড়ানো হবে। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ থাকলেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নিয়ে প্রশাসনের এমন আগাম সতর্কতা ভোটারদের মনে আশার সঞ্চার করেছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ারে আলম খান এ প্রতিবেদককে জানান,”সুষ্ঠু ও বাধাহীন পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হবে বলেও তিনি জানান ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *